
স্পোর্টস ডেস্ক,রিফাত বিন মুক্তাসিমঃ মিরপুর টেস্ট এ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসান।দলে এসেছে পরিবর্তন সাথে নতুন মুখ।সৌম্য সরকারের সাথে ওপেনিং জুটি বাধেন নতুন মুখ সাদমান।সাদমান দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েসের ইঞ্জুরির কারনে।দলে জায়গা পেয়েছেন লিটন দাস। সিম বোলার মোস্তাফিজ বাদ পড়েছেন দল থেকে।অর্থাৎ চারজন স্পিন বোলার নিয়েই ক্যারিবিয়ানদের কুপোকাত করার পরিকল্পনা বাংলাদেশের।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ৭০ রান ১ উইকেটের বিনিময়ে। সাদমান ৩৩(১০৬)* , মমিনুল ২০(২৬)*
বাংলাদেশ দল : সাদমান, সৌম্য, মুমিনুল, মিঠুন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, তাইজুল, নাঈম, মিরাজ
ওয়েস্টইন্ডিজ দল : ব্রেথওয়েট,পাওয়েল,হোপ,আমব্রিস,চেজ, শিমরন,ডওরিচ,বিশু,রোচ,ওয়ারিকেন,লুয়িস ।