
রিফাত বিন মুক্তাসিমঃ দ্বিতীয়দিন প্রথম সেশনে নেমেই মারমুখী ব্যাটিং করেন সাকিব এবং মাহমুদুল্লাহ।অধিনায়ক সাকিব ব্যক্তিগত ১৩৯ বলে ৮০ রান করে সাজঘরে ফিরে যান।এরপর লিটন ও মাহমুদুল্লাহ জুটি বাঁধেন এবং বড় সংগ্রহের পথে এগিয়ে যান। লিটন দাস তার ব্যক্তিগত অর্ধশতক তুলে ব্রেথওয়েটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।মেহেদীও ২৬ বলে ১৮ রান করে ওয়ারিকেনের শিকার হন।চা-বিরতির পর তাইজুল ও মাহমুদুল্লাহ পাঁচশত রান পূরণের জন্য জুটি বেঁধেছিলেন।কিন্তু তাইজুলও ফিরে যান কট বিহাইন্ড এর কবলে পড়ে। শেষ উইকেট জুটি মাহমুদুল্লাহ ও নাঈম গড়ে তুলেন ৩৬ রানের পার্টনারশিপ।অবশেষে মাহমুদুল্লাহর উইকেট দিয়েই ইতি ঘটে বাংলাদেশের প্রথম ইনিংস এর।মাহমুদুল্লাহ তুলে নেন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৬ রান। রোচ,ওয়ারিকেন,বিশু,ব্রেথওয়েট তুলে নেন দুটি করে উইকেট এবং লুয়িস,চেজ একটি করে। বাংলাদেশ : ৫০৮-১০ ওভার : ১৫৪ মাহমুদুল্লাহ : ১৩৬(২৪২) সাকিব : ৮০(১৩৯)