
সাইফুল ইসলাম বিপ্লব,নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‘গোলাম রাব্বানী’ আজ তাঁর আবেগ ও ভালোবাসার স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড থেকে শুরু করে টিএসসি পর্যন্ত শরীর চর্চা করেন।এ সময় তাঁর সাথে টিএসসি এলাকায় থাকা সুবিধাবঞ্চিত পথশিশুরাও অংশগ্রহণ করেন।নিজের মানবীয় গুণাবলীর জন্য বরাবরই গোলাম রাব্বানী তাঁর ক্যাম্পাসের প্রতিটি পথশিশুর কাছে অত্যন্ত প্রিয়মুখ হিসেবে স্থান করে নিয়েছেন।তাই,তাঁকে দেখলেই সুবিধাবঞ্চিত পথশিশুরা তাঁর সাথে সময় কাটাতে চলে আসে।এজন্য আজ স্বাভাবিক অর্থেই,সেখানে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়।
রাব্বানী ভাইয়ের সাথে থাকা পথশিশুদের মধ্যে হৃদয় নামের একজন বলেন,”রাব্বানী ভাই আমাগো অনেক আদর করে।আমরা যখন শুনি এই ক্যাম্পাসে রাব্বানী ভাই আসবে তখনই সবাই মিলে তাঁর অপেক্ষায় থাকি।সে তো বড় নেতা।তারপরও সে আমাদেরকেও সময় দেয়।আমাদের বাপ-মা না থাকলেও তা আমাদের মনে আসে না।এই ক্যাম্পাসই আমাদের বাপ-মা।রাব্বানী ভাইয়ের মতো অনেক বড় নেতা হতে ইচ্ছে করে।
গোলাম রাব্বানী সকালের নাস্তা করার জন্য হাজী মুহাম্মদ মহসিন হলে যান।সেখানে তিনি তাঁর অসংখ্য নেতাকর্মী এবং পথশিশুদের সাথে নিয়ে ডিম খিচুড়ি খান।খাবার পূর্ববর্তী সময়ে মহসিন হলের সে সকল খাবারের আশেপাশে অনেক আবর্জনা দেখা যায়।তাই তিনি স্বপ্রণোদিত হয়েই উক্ত ময়লাযুক্ত স্থানটি পরিচ্ছন্ন রাখতে নিজেই ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্ন অভিযানে নেমে পড়েন।এসময় তিনি তাঁর নেতাকর্মীদের বলেন,”নিজেদের প্রিয় ক্যাম্পাসকে নিজেরাই পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।তাহলে কোন প্রকার জীবাণু ক্যাম্পাসে আঘাত হান্তে পারবে না।এতে আমরা সকলেই সুস্থ থাকতে পারবো।”